ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতা

আরো পড়ুন

যশোর: অদ্য ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ রাত ১২টা ৫০ মিনিটে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব ও এসআই (নিঃ) বিপ্লব কুমার সরকার, সংগীয় অফিসার ও ফোর্সসহ।

অভিযানকালে কোতোয়ালি মডেল থানার চাঁচড়া রায়পাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ রাব্বিল হোসেন মানিক (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, রাব্বিল হোসেন মানিক নিজস্ব একটি বাহিনী গঠন করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। অভিযানের সময় তিনি অস্ত্রের মহড়া দিচ্ছিলেন বলেও জানা গেছে।

ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেফতারকৃত আসামির পরিচয়: নাম: মোঃ রাব্বিল হোসেন মানিক (২৪)
পিতা: হিরুজুল হক
ঠিকানা: শংকরপুর (ইছাহাক সড়ক), থানা-কোতোয়ালি, জেলা-যশোর।

উদ্ধারকৃত অস্ত্র:
০১টি ৭.৬৫ বিদেশি পিস্তল।

আরো পড়ুন

সর্বশেষ