যশোর সদর উপজেলার ফতেপুর বাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল থেকে যশোরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৭৮৭) ও ঢাকাগামী হামদাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস (যশোর-গ-১১-০২৬৮) ফতেপুর বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় যানবাহনের চালক, সহকারীসহ মোট ছয়জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চারজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন— বাসের চালক শরিফুল (৪০), সুপারভাইজার জব্বার হোসেন (৩৮), সহকারী তরিকুল ইসলাম (৩৮) এবং ট্রাক চালক ইসমাইল (৪০)। আহতদের বাড়ি যশোর, বাঘারপাড়া ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায়।
অপর দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।
দুর্ঘটনার পর বাস ও ট্রাক ঘটনাস্থলে পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং বর্তমানে এলাকায় স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।