বাগেরহাটের চিতলমারীতে মায়শা প্লাজার একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে অনিতা (৫০) নামে এক নারী প্রাণ হারান। তিনি ভবনের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচতলা বিশিষ্ট মায়শা প্লাজা ভবনে চারটি বাণিজ্যিক ব্যাংকের শাখা, একাধিক কোম্পানির শোরুম ও একটি ক্লিনিক রয়েছে। আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলায় ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে।
বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান বলেন, “খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ধোঁয়ায় শ্বাসকষ্টেই তার মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।”

