যশোরের মণিরামপুরে চার বছর বয়সী এক নাতনিকে যৌন নিপীড়নের অভিযোগে বাবর আলী বাবু (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরদিন শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবর আলী হরিহরনগর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শিশুটির প্রতিবেশী দাদা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশুটি বাবর আলীর বাড়িতে খেলতে যায়। এ সময় তিনি কৌশলে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। ঘটনার সময় এক ঘোষ দুধ নিতে এলে বাবর আলী শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানায়। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা বাবর আলীকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে বাবর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

