যশোরের বাহাদুরপুরে বেয়াইয়ের চোখ তুলে হত্যার ঘটনায় বেয়াইন মাসুরা বেগমসহ সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে

আরো পড়ুন

সোমাবার  (৩১ মার্চ) নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, নিহত সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসানের সঙ্গে অভিযুক্ত মাসুরা বেগমের মেয়ের বিয়ে হয়েছিল। মাসুরা বেগম দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর ব্যবসা করেন। মেহেদীকে বিদেশে পাঠানোর জন্য ১৫ লাখ টাকার চুক্তি হয়, যার মধ্যে ১২ লাখ টাকা পরিশোধ করা হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মেহেদীকে বিদেশে পাঠানো হয়নি, ফলে দুই পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়।

গত ২৯ মার্চ সিরাজুল ইসলাম ও তার ভাই মফিজুল ইসলাম টাকা ফেরত চাইতে মাসুরা বেগমের বাড়িতে যান। এ সময় মাসুরা বেগমসহ অভিযুক্তরা সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন— মোছাঃ মাসুরা বেগম, মনিকা খাতুন, মোঃ রেজাউল ইসলাম রেজা, মোঃ ফয়ছল, মনিরুল ইসলাম, মোছাঃ সুমাইয়া ইসলাম ও রেজা আকাশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুল হাসনাত জানিয়েছেন, ঘটনার পরপরই অভিযুক্ত মাসুরা বেগমকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

 

আরো পড়ুন

সর্বশেষ