যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল মোল্লা (১৭) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে নাজমুল বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। নাউলী গ্রামে পৌঁছালে একটি মোড়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নাজমুল উপজেলার সোনাতলা গ্রামের নাজিম মোল্লার ছেলে এবং সিদ্দিপাশা ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বড় চাচা নাসির মোল্লা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।

