জচট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আজ বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী বাসযাত্রী মতিন মিয়া জানান, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বাসটি থামানোর চেষ্টা করলেও বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচজন আহত হন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয়রা অভিযোগ করেছেন যে মহাসড়কের এই স্থানে বারবার দুর্ঘটনা ঘটছে। এর আগে, ঈদের দিন সোমবার দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এছাড়া, মঙ্গলবার নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মাইক্রোবাস খাদে পড়ে আটজন আহত হন। স্থানীয়দের দাবি, লবণবাহী ট্রাক থেকে পানি পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় এই দুর্ঘটনাগুলো ঘটছে।