যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বিশেষ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। রোববার (৩০ মার্চ) সকালে যশোর সদর উপজেলার হামিদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পদমদি উত্তর পাড়ার মৃত দরবেশ শেখের ছেলে কামাল হোসেন (৪৪) ও হরিণাকুন্ডু উপজেলার কালীশংকরপুর গ্রামের ছবদুল হকের ছেলে ইকবাল হোসেন (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিপুর বাজারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-নড়াইল সড়কে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

