সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ইফতার করলেন যশোরের পুলিশ সুপার

আরো পড়ুন

আজ ৩০ মার্চ ২০২৫ বিকালে যশোরের পুলিশ সুপার জনাব রওনক জাহান দড়াটানাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্য ও জননিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে ইফতার তুলে দেন এবং তাদের সঙ্গে ইফতারিতে অংশ নেন।

শহরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুলিশ সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। রমজান মাসে প্রায় প্রতিদিনই তাদের রাস্তায় দাঁড়িয়ে ইফতার করতে হয়, পরিবারের সঙ্গে ইফতার করার সুযোগ হয় না। তাদের এই পরিশ্রম ও ত্যাগের প্রতি সম্মান জানিয়ে পুলিশ সুপার মহোদয় ব্যতিক্রমী এই ইফতারের আয়োজন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নূর-ই-আলম সিদ্দিকী, “ক” ও “খ” সার্কেল কর্মকর্তা, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত), ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) যশোরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

আরো পড়ুন

সর্বশেষ