যশোরে পৃথক অভিযানে বার্মিজ চাকু, ইয়াবা ও গাঁজাসহ চারজন আটক

আরো পড়ুন

যশোরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে বার্মিজ চাকু, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে আটক করেছে।

কোতোয়ালি থানার এসআই আলামগীর হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শহরতলীর বালিয়াডাঙ্গা এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন, বাঘারপাড়া উপজেলার আন্দোলবাড়িয়া গ্রামের হাসান মোল্লার ছেলে রাহুল (১৯) এবং নড়াইল সদর উপজেলার কালুখালি গ্রামের মনিরুল ইসলামের ছেলে জান্নাতুল ফেরদৌস (১৯)। তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

একই রাতে, সাড়ে ১১টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামে নিজ বাড়ির সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ জিসান হোসেন (২১) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ওই গ্রামের আসাদুজ্জামানের ছেলে।

এদিকে, ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার কনেজপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রউফকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত জুলমত বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ