যশোরের মণিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস মার্কেটে ঢুকে পড়েছে, এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ পড়ে বাজারে দাঁড়িয়ে ছিলেন তারা। হঠাৎ যশোর থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগামী বাসটি তাদের পাশ কাটিয়ে সামনে যেতেই বিকট শব্দ হয়। পরে দেখা যায়, বাসটি রাস্তার পাশের একটি দোকানে ঢুকে গেছে। যাত্রীরা চিৎকার করতে থাকেন, তখন স্থানীয়রা এগিয়ে এসে সাত-আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন, চালক ঘুমিয়ে পড়েছিলেন। বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমানের বরাত দিয়ে ওয়ার্ডবয় আশিস বিশ্বাস জানান, দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে মনিরা খাতুন (২০) ও ইউসুফ আলী (১৯) ভর্তি আছেন, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন জানান, খবর পেয়ে ৯ জন যাত্রীসহ স্থানীয় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, চালক ঘুমিয়ে পড়ায় যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাস উদ্ধারের কাজ চলছে।

