ফ্যাসিষ্ট আ’লীগের মত আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে – অনিন্দ্য ইসলাম অমিত

আরো পড়ুন

ঝিকরগাছা পৌর বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে কেন্দ্রীয় বিএনপির (খুলনা বিভাগীয়) ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আওয়ামী লীগ সরকারের মতো ফ্যাসিবাদী আচরণ বিএনপি করবে না এবং তা করতে দেওয়া হবে না। তিনি জনগণের আস্থার প্রতি গুরুত্ব দিয়ে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার স্বৈরাচারী আচরণ করলে জনগণ আবারও রাজপথে বিপ্লব ঘটাবে। বিএনপির নেতাকর্মীদের জনগণের প্রতিপক্ষ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেউ এমন আচরণ করলে তার জায়গা দলে থাকবে না।

অনুষ্ঠানে যশোর জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির দীর্ঘদিনের আন্দোলন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের কথা উল্লেখ করেন। পাশাপাশি, অতীতের রাজনৈতিক সহিংসতার বিচার করার প্রতিশ্রুতি দেন।

আরো পড়ুন

সর্বশেষ