দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মণিরামপুরে বিএনপির দুই নেতা বহিষ্কার

আরো পড়ুন

যশোরের মণিরামপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার সন্ধ্যায় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও চালুয়াহাটী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং দলীয় নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ