যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সোমবার অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশি মদসহ গোলাম রব্বানী (৩৭) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক রব্বানী বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর গ্রামের সাহেব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক মো. আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলিটেকনিক ইনস্টিটিউটের বিপরীতে লামিয়া স্টোর নামের একটি দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোলাম রব্বানীকে ১২ বোতল বিদেশি মদসহ আটক করা হয়।
এ বিষয়ে পরিদর্শক লায়েক উজ্জামান কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

