নোয়াখালীতে এনসিপি নেতা হান্নান মাসুদের মিছিলে হামলা,ধাওয়া পাল্টা ধাওয়া, আহত-১৫

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক““
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) নেতা আব্দুল হান্নান মাসুদের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হান্নান মাসুদ সেদিন জাহাজমারা ইউনিয়নে বিভিন্ন এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেন। ইফতারের আগে তিনি একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করেন। এ সময় কৃষকদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা জাহাজমারা বাজারে মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়, যার ফলে হাতাহাতির ঘটনা ঘটে।

485451561 1824140825103392 3810287023221144189 n.jpg? nc cat=102&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=S CtT3eua5YQ7kNvgE4pMHp& nc oc=AdkQgF8xpsAGiWVJehuACNNOGnxi83EfOj4QCqdlTy2 FUJLa C59zUBaPjYMniUAdQ& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

এই ঘটনার পর হান্নান মাসুদ তার দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তা অবরোধ করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে ইটের আঘাতে হান্নান মাসুদ আহত হন।

হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান জানান, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহবায়ক অব্দুর রবকে মারধরের প্রতিবাদে তারা মিছিল বের করেছিলেন। মিছিলটি আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে আব্দুল হান্নান মাসুদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সফল হয়নি।

ওসি এ কে এম আজমল হুদা জানান, জাহাজমারা বাজারের হাটবারের দিন হওয়ায় রাস্তায় বসে পড়ায় ব্যবসায়ীরা বিরক্ত হন। তাদের অনুরোধেও রাস্তা না ছাড়ায় বিএনপি নেতাকর্মীরা লোকজন নিয়ে হামলা চালায়। বর্তমানে পুলিশ উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছে।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ