যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

আরো পড়ুন

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম আল আমিন (৩২), তিনি উপজেলার লক্ষনপুর গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে।

শনিবার রাতে ভুক্তভোগী নারীর শ্বশুর আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করলে পুলিশ আল আমিনকে নিজ বাড়ি থেকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা, উপ-পরিদর্শক (এসআই) শেখ আশরাফুল আলম জানান, রোববার দুপুরে আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, প্রবাসে থাকা ছেলের স্ত্রী তার দুই সন্তান নিয়ে শার্শা উপজেলার খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে বসবাস করছিলেন। আসামি আল আমিন তার ছেলের বন্ধু এবং পারিবারিকভাবে দেবর-ভাবির সম্পর্ক ছিল। তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং ভুক্তভোগীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন।

গত ১৯ মার্চ রাত ১০টার দিকে সেই টাকা ফেরত দেওয়ার কথা বলে আল আমিন ভুক্তভোগীর বাড়িতে আসেন। কথা বলার একপর্যায়ে তিনি মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আল আমিন পালিয়ে যান। পরে বিষয়টি জানানো হলে পুলিশ অভিযুক্তকে আটক করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আশরাফুল আলম বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগী নারীও আদালতে জবানবন্দি দিয়েছেন।”

 

আরো পড়ুন

সর্বশেষ