যশোরে যুবদল নেতা হারুন সিকদার গাঁজাসহ আটক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক

যশোরে ৬০০ গ্রাম গাঁজাসহ যুবদল নেতা হারুন সিকদারকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২৩.৩.২০২৫) দুপুরে শহরের আরএন রোড নতুন বাজার এলাকার তার নিজস্ব টোং দোকান থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বেজপাড়া কবরস্থানের পেছনের জুবায়েরের বাড়ির ভাড়াটিয়া মিন্টু সিকদারের ছেলে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সাইদুর রহমান জানান,নলডাঙা রোডের বিল পাড়া,নতুন বাজার এর পিছন এলাকা ও আর এন রোডে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা ও সেবন করে আসছে।হারুন সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার টোং দোকানের ক্যাশ বাক্সের নিচ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাগো/ মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ