বেনাপোল প্রভাতী সংঘের কমিটি অনুমোদনে অনিয়মের অভিযোগ

আরো পড়ুন

যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল প্রভাতী সংঘের কমিটি অনুমোদনে অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পূর্বের সাধারণ সম্পাদক মোস্তাফিজুদ্দোহা সেলিমসহ কয়েকজনের আপত্তি থাকা সত্ত্বেও যাচাই-বাছাই না করে শার্শা উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় চুপিসারে কমিটি অনুমোদন দেয় বলে দাবি করা হচ্ছে। পরে জানাজানি হলে গত বৃহস্পতিবার অভিযোগকারীদের পক্ষ থেকে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়।
স্থানীয়রা জানিয়েছেন, যশোরের বেনাপোল স্থলবন্দরসংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রভাতী সংঘ। এ প্রতিষ্ঠানের পূর্বে সভাপতি ছিলেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম (লিটন) ও সাধারণ সম্পাদক শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেখানে নতুন করে কমিটি গঠনের আলোচনা চলছিল। এরই মধ্যে কমিটি গঠন নিয়ে স্থানীয়দের দুটি পক্ষ বিভক্ত হন। যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমকে সভাপতি করে একটি কমিটি এবং সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে আরেকটি কমিটি অনুমোদন দিতে শার্শা উপজেলা সমাজসেবা অফিসে জমা পড়ে। এরমধ্যে গত সপ্তাহে সভাপতি ইমদাদুল হক ইমদাদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুর কমিটি অনুমোদন দেয় সমাজসেবা অফিস।
মোস্তাফিজ্জোহা সেলিম দাবি করেছেন, শার্শা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর রহমান অনৈতিক সুবিধা নিয়ে কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির ব্যাংক অ্যাকাউন্ট না থাকাসহ কিছু অসঙ্গতি থাকলেও প্রভাতী সংঘ নামে একটি ঐতিহ্যবাহী ক্লাব বিতর্কিতদের দখল করিয়ে দিতে তিনি অনুমতিতে সহযোগিতা করেছেন।
তিনি আরো ক্ষোভ প্রকাশ করেন বলেন, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অতীতে এ সংগঠনের কমিটিতে ছিলেন। কিন্তু সমাজসেবা অফিসের কর্মকর্তাদের চাপ প্রয়োগ করে কমিটি অনুমোদন করানো হয়েছে। বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার তিনি শার্শা উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেন। এ মাধ্যমেও তিনি জানতে পেরেছেন সমাজসেবা অফিসারকে ম্যানেজ করে কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে শার্শা উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, তিনি কোন ঘুষ গ্রহণ করেননি। কমিটি তো অনুমোদন দিয়েছে জেলা সমাজসেবা অফিস। গঠনতন্ত্রে প্রয়োজনীয় কাগজপত্র সব দিয়েছিল কিনা এক প্রশ্নের জবাবে তিনি ব্যস্ত আছেন বলেন এড়িয়ে যান।
যশোর জেলা সমাজসেবা অফিসার অসীত কুমার সাহা বলেন, বেনাপোল প্রভাতী সংঘের কমিটি নিয়ে আরেকটি পক্ষের কোন আপত্তি ছিল কিনা সেটা তার জানা নেই। নিয়ম মেনে উপজেলা থেকে কাগজপত্র পাঠালে তারা অনুমোদন দেন।
প্রভাতী সংঘের পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম জানান, নতুন কমিটিতে পুরানো কমিটির একজনও নেই। এরা পূর্বের কমিটির কেউ না হয়েও কমিটি অনুমোদন নিতে কাগজপত্র কোথা থেকে কিভাবে পেল এটিও একটি প্রশ্ন ? এ ধরনের কমিটি ঐতিহ্যবাহী ক্লাবটির সুনাম ক্ষুণ্ন হবে।
শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও পৌর যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবু বলেন, গঠনতন্ত্র না মেনে এই কমিটি করা হয়েছে। যদি দ্রুত বাতিল না করা হয় তবে সমাজসেবা কর্মকর্তার অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হবে।

আরো পড়ুন

সর্বশেষ