বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামে একটি ২০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় সিপিজি (কমিউনিটি পেট্রোলিং গ্রুপ) ও ভিটিআরটি (ভলান্টারি টিম ফর রিভার টেকনোলজি) টিমের সদস্যরা সাপটি উদ্ধার করে এবং বনরক্ষীদের সহায়তায় বনে অবমুক্ত করেন।
ঘটনাটি ঘটে যখন সোনাতলা গ্রামের মরিয়ম বেগম তার একটি ছাগল খুঁজতে গিয়ে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে বিশাল একটি অজগর সাপকে তার ছাগলটিকে আক্রমণ করে মেরে ফেলতে দেখে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে তা জানালে সিপিজি সদস্যরা ঘটনাস্থলে এসে সাপটিকে উদ্ধার করেন।
সাপটির দৈর্ঘ্য ছিল ২০ ফুট এবং ওজন প্রায় ৫৫ কেজি। উদ্ধারকৃত সাপটি পরবর্তীতে বনরক্ষীদের সহায়তায় বনে ছেড়ে দেওয়া হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন স্থানীয় বাসিন্দাদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন এবং সাপকে পিটিয়ে মারা না যাওয়ার জন্য অনুরোধ করেছেন।

