নোয়াখালী প্রতিনিধি:
ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এবং শাখা প্রধান মোহাম্মদ মশিউর রহমান ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে বসুরহাট বাজারের একটি রেস্তোরাঁয় ফোরামের এক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা তাদের পূর্বের পদে দায়িত্ব পালন করবেন।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ ব্যাংকার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সোনাগাজী শাখার এসএভিপি এবং শাখা প্রধান মনছুরুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি ও শাখা প্রধান মো. আবু তাহের, এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার ব্যাংক চৌমুহনী শাখার এসএভিপি ও শাখা প্রধান আশরাফ উদ্দিন রিপন।
সভায় ব্যাংকের ম্যানেজার এবং অপারেশন ম্যানেজাররা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রাহক সেবা নিশ্চিত করার লক্ষ্যে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা করেন। ফোরামের নেতৃবৃন্দ চলমান ব্যাংক ব্যবস্থার উন্নয়নে এবং সরকারের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

