,বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন এবং ২১ জন আহত হয়েছেন। শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রনবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) এবং হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামাণিকের ছেলে হানিফ উদ্দিন (৩৬)।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে—সুন্দরী (৪৫), বসন্তী (৫০), সুর্বতি (৪৫), চায়না (৪০), পবিত্র (৪৫), স্বরসতি (৫৫), সাগরিকা (৫০), সুনীল (৫০), মনন্তর (৪৮), পয়ত্রি (৫২), মো. সাত্তার (৬০), বাসরি (৫০) এবং ক্ষন্নষশি (৫০)। তারা সবাই খামারকান্দি ইউনিয়নের ঝাজর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনট থেকে আসা একটি ট্রাক রনবীরবালা বশীর পাগলা মাজারের কাছে পৌঁছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা হানিফকে চাপা দেয়। এরপর প্রায় ২০০ গজ দূরে গিয়ে একটি যাত্রীবাহী ভটভটিকে ধাক্কা দিলে ট্রাক ও ভটভটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন।
ভটভটিতে থাকা আহত এক ব্যক্তি, হারান, জানান, তারা ঝাজর এলাকা থেকে আলু তোলার কাজে কুসুম্বি যাচ্ছিলেন। গাড়িতে ১৭ জন নারী ও পাঁচজন পুরুষ ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন তারা।
শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজের ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন এবং শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

