নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় এক প্রাইভেট শিক্ষককে ধর্ষণ ও অপহরণের অভিযোগে গ্রেপ্তার করেছে র্যাব। পলাতক আসামি মো. সুজন (৩১), সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে, গত ১৯ মার্চ দুপুরে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার হয়।
র্যাব জানায়, ভিকটিম (১৪) সদর উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সুজন তাকে প্রাইভেট পড়ানোর সুবাদে বিভিন্নভাবে প্রলোভন দেখাতো এবং তাকে চট্টগ্রামে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তাব দিতো। বিষয়টি মায়ের কাছে জানালে তিনি মেয়েকে প্রশ্ন করেন, এরপর মেয়েটি প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়।
কিন্তু ২০২০ সালের ১৭ অক্টোবর বিকেলে সুজন ভিকটিমকে প্রলোভন দেখিয়ে নোয়াখালী থেকে ফেনী নিয়ে যায়। ফেনীতে পৌঁছানোর পর, সুজন স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে মেয়েকে তার স্ত্রী বলে দাবি করে, কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পরে, ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলে, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। সুজনকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।
জাগো /রনি

