যশোরের শার্শা উপজেলার বেনাপোল কাগজপুকুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। গুরুতর আহত সুমন হোসেন (২৪) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সুমন জানান, মঙ্গলবার বিকেলে কন্যাদাহ স্কুলে ইফতার মাহফিলের প্রস্তুতিকালে প্রতিপক্ষ বিএনপি গ্রুপ তাদের ওপর হামলা চালায়। সংঘর্ষে ছয়জন আহত হন, যাদের মধ্যে তিনি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি নিজেকে বিএনপি নেতা শহীদ গ্রুপের কর্মী বলে উল্লেখ করেন।
আপনার কি আরও কোনো সম্পাদনা বা সংক্ষেপণ দরকার?

