ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ ও আতশবাজি উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, উপজেলার ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন—
সাধন কুমার মণ্ডল (৩১), যশোরের মনিরামপুরএরশাদ আলী খান (৩৪), নওগাঁর আত্রাইপলাশ কুমার বাগচি (২৫), গোপালগঞ্জ সদরতারেক আজিজ (২১), কক্সবাজারের মহেশখালীরবিউল আলম (২২), কক্সবাজারের টেকনাফ
এছাড়া একই অভিযানে এক নারী ও এক শিশুকে আটক করা হয়। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, সুবেদার শরাফত আলীর নেতৃত্বে বেনীপুর বিওপির আরেক অভিযানে পিপুলবাড়িয়া গ্রাম থেকে দুই বাংলাদেশি আটক হন—
- মাহফুজুর রহমান মারুফ (১৯), রাজশাহীর বাগমারা
- সুমন আলী (২২), নাটোরের লালপুর
তাদের চুয়াডাঙ্গার জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক ও আতশবাজি উদ্ধার
বিজিবির রাজাপুর ও নতুনপাড়া বিওপির অভিযানে ১৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
এছাড়া গয়েশপুর বিওপি ৭৬ বক্স ভারতীয় আতশবাজি জব্দ করেছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক নারী ও শিশুকে যশোরের ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ সেন্টারে পাঠানো হয়েছে এবং অন্যদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

