কুমিল্লায় ভারসাম্যহীন মহিলার মৃতদেহ উদ্ধার

আরো পড়ুন

কুমিল্লার তিতাস উপজেলায় আয়েশা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তার মরদেহ কবরস্থানের পাশে কাঁচা সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠিয়েছে।

তার স্বামী সালাম মিয়া জানান, আয়েশা গত এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি গতকাল বিকেলে হোমনা উপজেলার মাথাভাঙ্গা গ্রামে শালী’র বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে তার সৌদি প্রবাসী ছেলে ফেসবুকের মাধ্যমে খবর পেয়ে পরিবারকে জানায়।

তিতাস থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে— এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।

আরো পড়ুন

সর্বশেষ