যশোরের পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

যশোরে পুলিশ কনস্টেবল তৌকির আহমেদের বিরুদ্ধে তার দ্বিতীয় স্ত্রী সোহেলী আক্তার মামলা করেছেন। সোহেলী আক্তারের অভিযোগ, তৌকির তাকে যৌতুকের জন্য মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন। ২০২৪ সালের ১০ জানুয়ারি তৌকির সোহেলী আক্তারকে বিয়ে করেন এবং বিয়ের সময় তাকে সোনার গহনা, মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল দেওয়া হয়। এরপর প্রথম স্ত্রীর সঙ্গে সমস্যা তৈরি হলে তৌকির দ্বিতীয় স্ত্রীর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। সোহেলী এক লাখ টাকা দেন, কিন্তু তৌকির আবারও টাকা দাবি করে মানসিক নির্যাতন শুরু করেন। পরবর্তীতে ২৯ অক্টোবর সোহেলীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং ৩০ ডিসেম্বর শ^শুর বাড়িতে গিয়ে যৌতুক ছাড়া তাকে না নেওয়ার ঘোষণা দেন। সোহেলী আক্তার কিছুদিন শারীরিক অসুস্থ থাকার পর আদালতে মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া মামলার তদন্তের জন্য ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ