সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, সিলেটে শিলাবৃষ্টির আশঙ্কা

আরো পড়ুন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার (১৬ মার্চ) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া পরিস্থিতি

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই পরিস্থিতিতে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

অন্যান্য অঞ্চলের আবহাওয়া

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রা ও আগামী দিনের পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া, আগামী বুধবার থেকে সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ