সুন্দরবন থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ ইয়াসিন গাজি (২৭) নামের এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে সুন্দরবন সংলগ্ন নলিয়ানের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ইয়াসিন গাজি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। উদ্ধার করা হরিণের মাংসসহ তাকে হড্ডা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণ শিকারি ইয়াসিন গাজিকে আটক করা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আইনানুগ ব্যবস্থা নিতে বন বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আটক শিকারিকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

