যশোরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ৩,

আরো পড়ুন

 যশোরে পৃথক তিনটি অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে এসব আটক ও উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।

সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার বারীনগর সাতমাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে মনিরা বেগম (৩০) নামে এক নারী মাদক কারবারিকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা ক্লাবপাড়ার বাসিন্দা।

অপরদিকে, যশোর শহরের পুরাতন কসবা লিচুতলা এলাকায় অভিযান চালিয়ে সালমা বেগম (৪০) নামে আরেক নারী মাদক কারবারিকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি রাঙ্গিয়ারপোতার বাসিন্দা।

এছাড়া, বিকেলে বেনাপোল পোর্ট থানার রায়পুর দক্ষিণপাড়া থেকে জামাল উদ্দিন (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায় এসআই এস এম শাহীন পারভেজ দুটি এবং বেনাপোল পোর্ট থানায় এসআই শেখ আবুল কাশেম একটি মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ