রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম্য সালিশ চলাকালে একপক্ষের হামলায় একই পরিবারের ২০ জন আহত হয়েছেন। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত আক্রমণ চালায়। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণ
রবিবার (৯ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া ঈদগাহ মাঠে সালিশ চলাকালীন এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন—
সবুর শিকদার (৫০), আলমগীর হোসেন (৫৫), হুমায়ুন কবির (৪২), তুহিনুর রহমান (৩৪), রাশেদুল মোল্যা (২৫), ফরহাদ মোল্যা (৩৮), নাসির মন্ডল (৪৫), আব্দুর রহিম (৫০), বাবলু মোল্লা (৩৫), শিবলু মোল্লা (৩২), আশরাফ শিকদার (৫২), নুরজাহান বেগম (৫০), রিক্তা শিকদার (৩০), হাসি খাতুন (৩৫)সহ ২০ জন।
কী কারণে হামলা?
আহত সবুর শিকদারের ভাতিজা নুরুজ্জামান শিকদার জানান, প্রতিবেশী জহুরুল মন্ডলের সঙ্গে তার চাচার দীর্ঘদিনের জমি বিরোধ ছিল, যা আদালতে বিচারাধীন। গত বৃহস্পতিবার জহুরুল মন্ডল বিরোধপূর্ণ জমিতে ঘর তুললে সালিশ ডাকা হয়।
সকাল ১১টার দিকে সালিশ চলাকালীন জহুরুল মন্ডলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ব্যক্তি অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাটও করে।
পুলিশের বক্তব্য
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান অবস্থা
আহতদের মধ্যে ১২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং চারজন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

