দুলাভাইয়ের হাতে নিহত যুবক, প্রধান আসামি গ্রেপ্তার

আরো পড়ুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় দুলাভাইয়ের হাতে খুনের ঘটনায় প্রধান আসামি মো. শেখ ফরিদ ওরফে শরীফ (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার উত্তর কাট্টলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শেখ ফরিদ মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার নোয়াপাড়া এলাকার মিছিল আহমেদের ছেলে। র‍্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত মো. মহিউদ্দিন সম্প্রতি ওমান থেকে দেশে ফেরেন। তার বোনের সঙ্গে শেখ ফরিদের বিয়ে হয়েছিল চার বছর আগে। পারিবারিক বিভিন্ন কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

বোনের সংসারের কথা চিন্তা করে মহিউদ্দিন দুলাভাই শেখ ফরিদকে ১৫ লাখ টাকা দেন। দেশে ফিরে তিনি টাকা ফেরত চাইলে শেখ ফরিদ ও তার পরিবার তা দিতে অস্বীকৃতি জানায়।

গত ২১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন বোনের শ্বশুরবাড়ি গিয়ে পাওনা টাকা চাইলে বাকবিতণ্ডার একপর্যায়ে শেখ ফরিদ ও তার পরিবার তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২২ ফেব্রুয়ারি থানায় একটি হত্যা মামলা করেন, যেখানে শেখ ফরিদ প্রধান আসামি। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গ্রেপ্তার শেখ ফরিদকে মামলার তদন্ত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ