পযশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। শনিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাতিবিলা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৫০) প্রায় ৩-৪ মাস আগে তার ছেলে রিমম (২২)-এর বিয়ে দেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। তবে তিন মাসের মাথায় সেই বিয়ে বিচ্ছেদে গড়ায়। পরে রিমমের সৎমা তার বোনের মেয়ে সাদিয়ার সঙ্গে রিমমের বিয়ে দেন। কিন্তু এই বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি শুরু হয়।
শুক্রবার রাতে রিমমের সঙ্গে তার বাবা ও সৎমায়ের বাকবিতণ্ডা হয়। পারিবারিক কলহের কারণে রিমম রাতের খাবারও খাননি। পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে শনিবার ভোরে রিমম ধারালো দা হাতে বাবার ঘরে প্রবেশ করে। এ সময় সৎমা সেহরির প্রস্তুতি নিচ্ছিলেন। মুহূর্তের মধ্যেই ঘুমন্ত বাবার ওপর এলোপাতাড়ি কোপাতে থাকে রিমম।
চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ও আশপাশের লোকজন ছুটে এলে রিমম পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলামকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। চৌগাছা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। পারিবারিক বিরোধের কারণেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”