যশোরে জমি সংক্রান্ত বিরোধে খুন, তিনজন আটক

আরো পড়ুন

যশোর সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ তিনজনকে আটক করেছে।

আটকরা হলেন বিল্লাল, একলাছ ও রাসেল, যারা একই গ্রামের নুর ইসলামের ছেলে। পুলিশ জানায়, শনিবার সকালে মাঠে পানি দেওয়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ