গত কাল বিকাল ৩টায় যশোর রেল রোডের অদ্-দ্বীন হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সুমাইয়া নামের এক মা সন্তানের জন্ম দেন। আল্ট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী তার যমজ দুই সন্তান হওয়ার কথা থাকলেও অপারেশনের সময় অবাক করার মতো ঘটনা ঘটে।
সার্জন প্রথমে দুটি সন্তান বের করেন। এরপর আরেকটি মাথা দেখতে পেয়ে তাকে বের করেন। কিন্তু চমক তখনও বাকি! প্লাসেন্টা বের করার সময় দেখা যায়, আরও একটি শিশু রয়েছে।
সর্বমোট চারটি সন্তান জন্মগ্রহণ করে—প্রথম সন্তান ছেলে, আর বাকি তিনজন মেয়ে। মা ও চার নবজাতক সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ!
জাগো /মেহেদী৷