খেদাপাড়ায় আগুনে পুড়েছে নগদ টাকা, মোটর সাইকেল পথে বসেছেন সাবেক চেয়ারম্যান

আরো পড়ুন

যশোরের মণিরামপুরের খেদাপাড়া বাজারে তাবাচ্ছুম এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হকের জ্বালানি তেল ডিপোতে সকালে আগুন লাগে, যা পুরো দোকান ও মালামাল পুড়িয়ে দেয়। আগুনে মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল পুড়ে যায়। ডিপোতে কেরোসিন, ডিজেল এবং গ্যাস সিলিন্ডার ছিল, যা আগুনের বিস্তার ঘটায়। দোকানের ম্যানেজার আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন এবং তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ৪৫ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষতির পরিমাণ হলেও ডিপো মালিকের দাবি, আগুনে তার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের মতে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রাজলপাত হয়েছে।


 

আরো পড়ুন

সর্বশেষ