ঝিনাইদহে মিক্সার ডিপো স্থানান্তরের দাবিতে সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত

আরো পড়ুন

ঝিনাইদহের মধুপুর এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো স্থানান্তরের দাবিতে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর চৌরাস্তা মোড়ে এ অবরোধ অনুষ্ঠিত হয়।

বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান, এতে সড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার মিজানুর রহমান মাসুম কয়েক বছর আগে এলাকায় একটি মিক্সার ডিপো স্থাপন করেন, যা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে আশপাশের শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ধুলা ও ধোঁয়ার প্রভাবে রান্নার খাবার দূষিত হচ্ছে, এবং স্থানীয় বাসিন্দারা হাঁপানি, অ্যাজমা ও চোখের সমস্যায় ভুগছেন। শিশু-সহ অন্তত তিনজন ইতোমধ্যে এসব সমস্যার কারণে মারা গেছেন।

এলাকাবাসী একাধিকবার ঠিকাদার ও প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপায় না দেখে সহস্রাধিক মানুষ সড়ক অবরোধ করেন এবং মহিলারা ঝাঁটা মিছিল বের করেন।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে পৌঁছান। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মিক্সার ডিপোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন এবং বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরপর এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ