কুষ্টিয়ার কুমারখালীতে বুয়েটের কৃতি শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ জামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় কয়া ইউনিয়নের রায়ডাঙা এলাকায় প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু হয়।
প্রধান অতিথি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
সভাপতি: কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান
অন্যান্য অতিথিরা:
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী
- জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম
- কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান
- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র
- শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ
- কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম
- কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ
শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত
এর আগে, সকাল ১১টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কয়া ইউনিয়নের রায়ডাঙা ঈদগাহ ও কবরস্থানে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি শহীদ আবরার ফাহাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও কবর জিয়ারত করেন।
অনুষ্ঠানে কোনো আলোচনা সভা হয়নি
মসজিদের সম্প্রসারণ কাজের জন্য মঞ্চ প্রস্তুত থাকলেও কোনো আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
আবরার হত্যার পটভূমি
২০০৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের পিটুনিতে নির্মমভাবে নিহত হন আবরার ফাহাদ। এ ঘটনায় তার বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে মামলা করেন।

