বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার ফলে মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য আটক করা সম্ভব হচ্ছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট ও শিকারপুর সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ফেনসিডিল, শাড়ি, পাতার বিড়ি, পান মসলা, মোটর পার্টস, কিটক্যাট চকলেট, প্রসাধনী সামগ্রী এবং নিষিদ্ধ পলিথিনসহ একটি ট্রাক জব্দ করা হয়। এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে বলে জানান তিনি।
অধিনায়ক আরও বলেন, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে আনছে, যা সরকারের রাজস্ব আয় কমানোর পাশাপাশি দেশীয় শিল্পের ক্ষতি করছে। বিজিবির চোরাচালানবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

