খুলনার ফুলতলায় গৃহবধূকে ব্ল্যাকমেইলের অভিযোগে দুই যুবক আটক

আরো পড়ুন

খুলনার ফুলতলায় এক গৃহবধূর পোশাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেখানে সংরক্ষিত ছিল ওই স্থিরচিত্র ও ভিডিও।

আটকরা হলেন—দামোদর গ্রামের নয়ন শেখের ছেলে নাজমুল শেখ (২২) ও আবুবক্কার সিদ্দিকের ছেলে আশরাফ আলী (২৪)।

ফুলতলা থানার এসআই সাইফুল ইসলাম জানান, নাজমুল শেখ ও আশরাফ আলী দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গৃহবধূ তাদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তারা গোপনে তার গোসলের পর পোশাক পরিবর্তনের স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন।

পরে সেই ছবি ও ভিডিও দেখিয়ে তাকে কুপ্রস্তাবে রাজি হতে বাধ্য করার চেষ্টা করেন এবং হুমকি দেন যে, তিনি রাজি না হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নাজমুল ও আশরাফের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তাদের আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে, যেখানে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ