যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে আবেদীন হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে মারধরের প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৪৫) ধারালো অস্ত্র দিয়ে চারজনকে কুপিয়ে জখম করেছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলমগীর হোসেন ওই গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
আহতরা হলেন—মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদের ছেলে আবু তালেব (৪০) ও তার সহোদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠমিস্ত্রি নূর হোসেন (৪৫) এবং আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)।
আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে আবেদীন হোসেনকে মারধরের খবর শুনে প্রতিপক্ষের চারজনের ওপর হামলা চালান আলমগীর হোসেন। তিনি ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জাগো/মেহেদী

