বোনের বিয়েতে দেশে ফিরে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু

আরো পড়ুন

বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতালি থেকে দেশে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে চাঁদপুর শহরের পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তারা নিহত হন।

নিহতরা হলেন—অভি (১৭), যিনি পুরান বাজারের বাসিন্দা আব্দুস সালামের ছেলে, এবং নিলয় (২০), একই এলাকার মো. সেলিমের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নিলয় ও অভি তাদের অভিভাবকদের সঙ্গে ইতালিতে বসবাস করতেন। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি দেশে আসেন।

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে করে নিলয় ও অভি পুরান বাজার থেকে নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগামী বাইকটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বিল্লাল হোসেন জানান, হাসপাতালে আনার পর অভির মৃত্যু হয়। নিলয়কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হলে শহরের ওয়ারলেস বাজার এলাকায় তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন, আর হেলপার ইসমাইল হোসেনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং হেলপার আটক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ