নেশার টাকা না পেয়ে ভাবিকে খুন করল দেবর

আরো পড়ুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কোশদী গ্রামে নেশার টাকা না পেয়ে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দেবর ইলিয়াস মিয়া (২০)। নিহত ঝর্ণা আক্তার (২৪) সৌদি প্রবাসী সেলিম মিয়ার স্ত্রী

রোববার (৩ মার্চ) বিকালে ইলিয়াস তার ভাবি ঝর্ণার কাছে নেশার জন্য টাকা চায়।
রোজার মাসে নেশার টাকা দিতে অস্বীকৃতি জানান ঝর্ণা।
এতে ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে পালিয়ে যায় ইলিয়াস।
আহত ঝর্ণাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানান,
ইলিয়াস দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রবাসী ভাইয়ের কাছে মাঝেমধ্যে টাকা চাইত।
ঘটনার পর সে পালিয়ে গেছে, তাকে ধরতে অভিযান চলছে।
নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর দাফন করা হয়েছে

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে

আরো পড়ুন

সর্বশেষ