রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দুটি পৃথক বাজার মনিটরিং কমিটি গঠন করেছে। রোববার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় চেম্বারের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান বলেন, চেম্বারের বাজার তদারকি কমিটি নিয়মিত বাজার পর্যবেক্ষণ করবে এবং ব্যবসায়ীদের প্রতি অতিরিক্ত মূল্য নির্ধারণ ও নকল-ভেজাল পণ্য বিক্রি না করার আহ্বান জানাবে। তিনি আরও বলেন, রমজানে অতিরিক্ত মুনাফাকারীদের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না, বরং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
চেম্বারের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান বলেন, বাজার স্থিতিশীল রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, চেম্বার অব কমার্সেরও ভূমিকা রয়েছে। ব্যবসায়ীদের অবশ্যই সচেতন থাকতে হবে, যাতে তাদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়ে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সে ব্যবসায়ী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বাজার মনিটরিং কমিটির সদস্য তালিকা:
প্রথম টিম:
আহ্বায়ক: জাহিদ হাসান টুকুন
সদস্য: শাহিনুর হোসেন ঠান্ডু, সাকির আলী, এম এ আকসাদ সিদ্দিকি শৈবল, মো. গোলাম রেজা দুলু, কাসেদুজ্জামান সেলিম, এস এম সাইফুল ইসলাম লিটন, মো. মুস্তাক আহম্মেদ, শফিকুর রহমান আজাদ, নেছার আহম্মেদ মুন্না, দেলোয়ার হোসেন দিলসান, শহিদুল ইসলাম, শাহারুল আলম জনি, রাজা হোসেন রাজা ও সিরাজুল ইসলাম।
দ্বিতীয় টিম:
আহ্বায়ক: তানভীরুল ইসলাম সোহান
সদস্য: মো. এজাজ উদ্দিন টিপু, সৈয়দ শাহজাহান আলী খোকন, আব্দুল হামিদ চাকলাদার (ঈদুল), মো. রেজাউল করিম, তন্ময় সাহা, রাশেদ আব্বাস রাজ, রকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়, বিশ্বনাথ দত্ত, সাব্বির হোসেন মিঠু, আনোয়ার হোসেন, খায়রুজ্জামান সুজন, মফিদুল হক রাজু, ইমদাদুল হক সাবু, রাফিউল আলম বাবু ও রাম পোদ্দার।

