যশোরে এক মতবিনিময় সভায় রমজান মাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ঘোষণা দিয়েছে প্রশাসন। সভায় জানানো হয়, রমজানে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়, বিশেষ করে সেহরির পর চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেশি ঘটে। তাই রাত্রিকালীন টহল বাড়ানো হবে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্যবসায়ীদের জন্য নির্দেশনা
সভায় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, ঈদকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ী রাত পর্যন্ত দোকান খোলা রাখেন, যা নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। এজন্য নির্দিষ্ট সময়ে দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হয়। এছাড়া, অতিরিক্ত অর্থ বহনের ক্ষেত্রে প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
বাস মালিকদের প্রতি আহ্বান
সম্প্রতি বাস ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় বাস মালিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। যাত্রী বেশে ডাকাত দল বাসে উঠে সুযোগ বুঝে অপরাধ সংঘটিত করছে। তাই বাসস্ট্যান্ড ছাড়া অন্য কোথাও যাত্রী না তোলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
ব্যবসায়ীদের বক্তব্য
যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বলেন, কেউ অতিরিক্ত মুনাফার আশায় ক্রেতাদের ঠকালে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তবে, অনেক ব্যবসায়ী না বুঝে ভুল করেন, তাদের ক্ষেত্রে প্রশাসনকে প্রথমেই কঠোর না হয়ে সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
উপস্থিত ব্যক্তিরা
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, সেনাবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন সানজিদ আহমেদ, বিজিবির প্রতিনিধি মাসুদ রানা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খানসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

