নোয়াখালীতে ১১ বছর পর কবর থেকে তিন জামায়াত-শিবির কর্মীর লাশ উত্তোলন

আরো পড়ুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আদালতের নির্দেশে ১১ বছর পর জামায়াত-শিবিরের তিন কর্মীর লাশ (হাড়গোড়) উত্তোলন করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরহাজারী, রামপুর ও চরকাঁকড়া ইউনিয়নের তিনটি পৃথক পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

উত্তোলিত মরদেহগুলোর পরিচয়:

  • আব্দুল আজিজ ওরফে রায়হান (১৮) – চরহাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
  • সাইফুল ইসলাম (২০) – রামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বামনী ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
  • সাইফুল বাবলু (২০) – চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় রং মিস্ত্রি।

লাশ উত্তোলনের প্রক্রিয়া

আদালতের নির্দেশে সোমবার সকাল থেকে একে একে তিনজনের লাশ উত্তোলন করা হয়। প্রথমে রায়হানের লাশ তোলা হয়, এরপর দুপুরে সাইফুল ইসলামের এবং বিকেলে বাবলুর লাশ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। উত্তোলনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঘটনার পটভূমি

২০১৩ সালের ১৪ ডিসেম্বর জামায়াতের কেন্দ্রীয় নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে কোম্পানীগঞ্জের বসুরহাটে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল হয়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে, যেখানে জামায়াত-শিবিরের সাত কর্মী নিহত হন। তিনজনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও চারজনের লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়।

হত্যা মামলা ও আসামির তালিকা

ঘটনার ১১ বছর পর নিহতদের স্বজনরা মামলা দায়ের করলে আদালত তদন্তের নির্দেশ দেয়। ৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলসহ মোট ১১২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, তৎকালীন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলামসহ কয়েকজন সাবেক কর্মকর্তাও আসামির তালিকায় রয়েছেন।

বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, “হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।”

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ