যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আজ

আরো পড়ুন

যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (যমেকশিস)-এর কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে দুপুর ২টা পর্যন্ত। এ নির্বাচনে মোট ভোটার ৮৫ জন। কার্যনির্বাহী কমিটির ২০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন শিক্ষক।

প্রধান প্রতিদ্বন্দ্বিতার তালিকা:

সভাপতি পদে:

  • শিশু বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক আহমদ ফেরদৌস জাহাঙ্গীর (সুমন)
  • সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল আলম খান

সাধারণ সম্পাদক পদে:

  • সহকারী অধ্যাপক এস এম নাজমুল হক
  • সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান

সহ-সভাপতি (২টি পদ):

  • সহযোগী অধ্যাপক মো. আনছার আলী
  • অধ্যাপক মো. আযম সাকলায়েন
  • সহযোগী অধ্যাপক এ.বি.এম দেলওয়ার হোসেন
  • ডা. মো. রবিউল ইসলাম

যুগ্ম সাধারণ সম্পাদক পদে:

  • ডা. আলাউদ্দীন আল মামুন
  • ডা. মো. শরীফুজ্জামান রঞ্জু

সাংগঠনিক সম্পাদক পদে:

  • ডা. মোসা. নার্গিস আক্তার
  • ডা. স.ম মঈনুল হক

কোষাধ্যক্ষ পদে:

  • ডা. তারক নাথ
  • ডা. শেখ মোহাম্মদ আলী

দপ্তর সম্পাদক পদে:

  • ডা. এস.এম মাসফিকুর রহমান
  • ডা. সাইদুজ্জামান

বিজ্ঞান ও গবেষণা সম্পাদক পদে:

  • ডা. মো. ইকবাল হোসেন
  • ডা. এ.এস গাজী শরিফ উদ্দীন আহমেদ

সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে:

  • ডা. মো. জাহাঙ্গীর হোসেন
  • ডা. হুমায়রা আশরাফী

কার্যকরী সদস্য (১০টি পদ):
এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ জন শিক্ষক, তাদের মধ্যে রয়েছেন—
ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. আব্দুর রহিম মোড়ল, ডা. মো. আবুল হাসান, ডা. মো. ইকবাল হোসেন (এনাটমি), ডা. এস.এম আবু সাঈদ, ডা. খাদিজাতুল বুসরা, ডা. খন্দকার রফিকুজ্জামান, ডা. মো. নূর কুতুবুল আলম, ডা. বাবলু কিশোর বিশ্বাস, ডা. মো. মনির হাসান, ডা. রেবেকা সুলতানা (দীপা), ডা. রিংকি মজুমদার, ডা. শাহীনা আফরিন, ডা. সুমি দে ও ডা. সৈয়দা সাবরিনা ইয়াসমিন।

নির্বাচন কমিশন:

নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নূর কুতুবুল আলম (এন কে আলম)। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— সহযোগী অধ্যাপক ডা. এস.এম শফিকুর রহমান ও সহকারী অধ্যাপক ডা. মো. ইউনুচ হোসেন।

 

আরো পড়ুন

সর্বশেষ