যশোরের শার্শা উপজেলার গোগায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই নেতা আতিয়ার রহমান (৫৮) ও শফিকুল ইসলাম (৫৮) গুরুতর আহত হয়েছেন। এসময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে।
সোমবার রাত ১০টার দিকে গোগা ইউনিয়নের অগ্রভুলোট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান ওই গ্রামের রওশন আলীর ছেলে এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, আর শফিকুল ইসলাম সৈয়দ আলী গাইনের ছেলে।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ও সহ-সভাপতি সরোয়ার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার রাতে সরোয়ার হোসেনের সমর্থক বাবুল (৪৮), মিকাইল হোসেন (২৮) ও কবিনূরসহ ১০-১২ জন আতিয়ার রহমানকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে, যার ফলে তার হাঁটুর হাড় ভেঙে যায়। তাকে বাঁচাতে গেলে শফিকুল ইসলামকেও মারধর করা হয়।
এ সময় হামলাকারীরা কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ও গুলিবর্ষণ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পর উত্তেজিত নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মঙ্গলবার সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা ও গুলির খোসা উদ্ধার করে।
শার্শা থানার ওসি রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জাগো/মেহেদী

