নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে চুরির সময় চিনে ফেলায় তাসলিমা বেগম রোজি (৬০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মো. ওবায়দুল হক ওরফে তারেক (৩৮) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ইব্রাহীম।
ঘটনার বিবরণ:
সোমবার রাত ৮টার দিকে আলী আহমেদ ছাপরাশির বাড়িতে চুরি করতে গিয়ে রোজির সামনে পড়ে যান তারেক। তাকে চিনে ফেলায়, তিনি রোজিকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রোজিকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদালতে স্বীকারোক্তি:
নিহতের ভাই আহসান উল্যাহ জসিম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃত তারেককে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনি হত্যার দায় স্বীকার করেন।
জাগো/রনি

