যশোরের কেশবপুরে চলন্ত বাস থেকে লাফ দিয়ে মাহফুজা বেগম (৪৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহফুজা মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের আব্দুল আজিজ মোল্লার স্ত্রী।
কেশবপুর থানার এসআই মাসুম জানান, সোমবার দুপুরে যশোর থেকে খুলনার চুকনগরগামী একটি বাসের ইঞ্জিন কভারের ওপর বসে মাহফুজা বেগম ভ্রমণ করছিলেন। হঠাৎ করে বাসের ইঞ্জিন কভার থেকে ধোঁয়া বের হতে শুরু করলে আতঙ্কিত হয়ে তিনি চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন।
রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন মাহফুজা। ঘটনাটি কেশবপুরের আলতাপোল গোলাঘাটা এলাকায় ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

