এযশোর জেলা শ্রমিক লীগের শ্রম ও কল্যাণবিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু এবং শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সুমনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, রোববার রাত সাড়ে ১১টায় যশোরের রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগ ও মামলার তথ্য
পুলিশের দাবি, আটক দুই নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। তারা ৪ আগস্ট বিএনপি পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। এই মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
অপর একটি সূত্র জানায়, মাহমুদুল হাসান সুমন আজ পৌরসভায় একটি টেন্ডারে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছাত্রজনতা তাকে ধরে ডিবি পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশের পরবর্তী পদক্ষেপ
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আরও তদন্ত চলছে। আটক নেতাদের বিরুদ্ধে আরও কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

